রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জানুয়ারি সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকেল ৩টায় ‘ডি’ ইউনিট, ৩১ জানুয়ারি সকাল ১০টায় ‘বি’ ইউনিট, বিকেল ৩টায় ‘ই’ ইউনিট এবং ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বিকেল ৩টায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও জানা গেছে, এ বছর ৬টি অনুষদের ২১টি বিভাগে মোট ১ হাজার ২৪৫টি আসনের বিপরীতে ৭১ হাজার ৭৯ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর