ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্র ফ্রন্টের শীতবস্ত্র বিতরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
জাবি ছাত্র ফ্রন্টের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘শীত নয় মানুষের মৃত্যুর কারণ অভাব-বৈষম্য’ স্লোগান ধারণ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১২৮ নম্বর কক্ষে এ কর্মসূচি পালিত হয়।



সংগঠনের উদ্যোগে প্রায় একশ পরিবারের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানত বিশ্ববিদ্যালয়ের ডাইনিং-ক্যান্টিনে কর্মরত কর্মচারী, রিকশাচালক ও রানা প্লাজায় ভবনধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের মধ্যে এ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক মৈত্রী বর্মন।

এছাড়া একটি পরিবারকে বাচ্চাদের স্কুলড্রেস তৈরির জন্য নগদ টাকাও দেওয়া হয় এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সাভার উপজেলা শাখার সমন্বয়ক সৌমিত্র কুমার দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মনসহ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।