রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর প্রতিবাদ ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এ সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি শাখার সাবেক সভাপতি উৎসব মোসাদ্দেক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুঈজ, রাবি বিল্পবী ছাত্রমৈত্রীর সভাপতি সুমন
অগাস্টিন সরেন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য ও রাবি শাখার সাবেক সভাপতি আহসান হাবিব রকি, রাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বখশি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।
তারা অভিযোগ করেন, বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববিদ্যালয়ে কম শিক্ষার্থী উপস্থিতির
সুযোগে নতুন করে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর