জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।
রোববার বেলা আড়াইটায় ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল শেষে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, হামলার বিষয়ে তিন সদস্যেরেএকটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রত্যেক শিক্ষককে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে কারো কাছে কোনো ক্লু থাকলে তারা যেন প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটির প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর