ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চারদিনের সফরে সিলেট আসছেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
চারদিনের সফরে সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজ ফাইল ফটো

সিলেট: চারদিনের সরকারি সফরে সিলেট আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুর পৌনে ২টায় বিমানযোগে সিলেট পৌঁছাবেন তিনি।

সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হওয়ার পর সিলেটে এটাই তার প্রথম সফর।

সিলেট জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর এই সফরসূচির বিষয়টি জানানো হয়।

সফরসূচিতে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী।

সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ আয়োজিত গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

শুক্রবার যোগ দেবেন গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গণসংবর্ধনায়।

শনিবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গণসংবর্ধনা ও শেভরন বাংলাদেশ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী।

সফর শেষে ওই দিনই বিকেল পৌনে ৬টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।