সিলেট: লন্ডনের টেমস আর সিলেটের সুরমা। দুই নদীর মিল হলো সিলেটে।
‘দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন’ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘রিভার্স অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে শুক্রবার থেকে চলছে তিনদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।
রঙ-বেরঙের এসব শিল্পকর্মের আলোর ঝলকানিতে সুরমা তীর এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত।
প্রদর্শনী প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামের পরিচালক রবিন ডেভস বাংলানিউজকে বলেন, এ ধরণের আলোকচিত্র প্রদর্শনী বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে জোড়ালো ভূমিকা রাখবে। এ ধরণের আয়োজন ভবিষ্যতে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রবিন।
প্রদর্শনীতে তরুণ-তরুণীরাই বেশি ভিড় করলেও অনেকেই আসছেন সপরিবারে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ফাবিহা নোশীন বলেন, কীন ব্রিজের মত ঐতিহাসিক স্থাপনার পাশে নদীমাতৃক সভ্যতা ও টেমস তীরের নিদর্শন সৌন্দের্যে নতুন মাত্রা দিয়েছে।
সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্র মাসুম আশরাফ বলেন, প্রতিবছর আরও বড় আয়োজনে এরকম প্রদর্শনীর ব্যবস্থা করা হলে বাংলাদশের শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
লন্ডন-সিলেট সম্পর্কে আলোকচিত্র নিয়ে আসায় মানুষ বেশ উপভোগ করবে বলে মনে করেন নগরীর পাঠানটুলার শিক্ষার্থী তামান্না তাসনিম।
প্রদর্শনীতে সিলেটের ৬টি ও যুক্তরাজ্যের ৪টি স্কুলের শতাধিক শিক্ষার্থী আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে।
এর আগে ঢাকার ধানমন্ডিতে এ ধরনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪