জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন বলেছেন, আমার মূল দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এ লক্ষ্য অর্জনে সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করা হবে।
শনিবার সকালে সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান এবং অফিস প্রধানদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, বিগত সময়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। সিন্ডিকেট এবং অন্যান্য কর্তৃপক্ষীয় সভা আহবান করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করা হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ভারপ্রাপ্ত উপাচার্য দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডি থেকে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪