ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
 
শনিবার দুপুরে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খান।

এসময় তিনি সিলেবাস, বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
 
বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের  পরিচালক প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলীপ কুমার নাথ।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আশরাফ আলী, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম আলাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. হানিফ সিদ্দিকী, ফার্মেসি বিভাগের প্রফেসর ড. আব্দুর রহিম খান, রেজিস্ট্রার প্রফেসর জগদীশ চন্দ্র রায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. হালিমা খাতুন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক, অফিস সহকারী কবিতা খানম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আবু তাহের বিশ্বাস, শাহনাজ পারভীন মুক্তা, রিংকু মণ্ডল, বাবুল শিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রোকনুজ্জামান।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের উপস্থাপনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।