জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বাংলাদেশে ভৌত বিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য ভৌত বিজ্ঞান শাখার সিনিয়র ক্যাটাগরিতে ২০১১ সালের ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক’ লাভ করেছেন।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করবে বলে জানা গেছে।
২০০৯ সালে তিনি জার্মানির হামবোল্ট ফেলোর ব্যাসেল রিসার্চ এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৬ সালে তিনি তরুণ বিজ্ঞানী হিসেবে তৃতীয় বিশ্ব একাডেমি অব সায়েন্স পুরস্কার লাভ করেন। একই বছর তিনি ইতালি থেকে ত্রায়েস্তার, ২০০৪ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কর্তৃক প্রদত্ত জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেন।
অধ্যাপক ড. এ এ মামুন পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার গবেষণা প্রবন্ধের সংখ্যা ২৭৫। ডাস্টি প্লাজমা বিষয়ে তার রচিত একটি গ্রন্থ লন্ডনের ইনস্টিটিউট অব ফিজিক্স কর্তৃক প্রকাশিত হয়েছে।
তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের সেন্ট এন্ড্রুস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. এ এ মামুন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক লাভ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪