ঢাকা: ‘যে কোনো প্রতিষ্ঠানকে বাইরের পরিবেশে বিদ্যমান কিছু প্রতিকূলতা মোকাবেলা করেই টিকে থাকতে হয়। বাইরের এই পরিবেশের ওপর প্রতিষ্ঠানের খুব বেশি নিয়ন্ত্রণ নেই।
রোববার রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) বিজনেস স্টাডিজ বিভাগ আয়োজিত ‘ম্যানেজিং দ্য এক্সটারনাল এনভায়রনমেন্ট’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে এসব কথা বলেন ড. নূরুর রহমান।
সেমিনারে এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী বলেন, বিশ্বের সব ক্ষেত্রেই নানা ধরনের পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারার বিষয়টি খুব জরুরী। এজন্যে প্রত্যেকের মধ্যে নিজের কাজের প্রতি অদম্য আগ্রহ ও উদ্যম থাকতে হবে।
এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসইউবি‘র ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজের ডিন ড. আশরাফুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক এওয়াইএম ইকরাম-উদ-দৌলাহ, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহানসহ এসইউবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও ল্যাবএইড গ্রুপের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪