ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার ই-ইউনিটের ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
রাবির ভর্তি  পরীক্ষার ই-ইউনিটের ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ই-ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার রাতে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আনসার উদ্দিন।



তিনি আরো জানান, ১৩ ফেব্রুয়ারি বেজোড় রোল নম্বরধারী এক হাজার ২০০ জন ও ১৪ ফেব্রুয়ারি জোড় রোল নম্বরধারী এক হাজার ২৪৭ জন শিক্ষার্থীকে সক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

এবার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে যারা ৫০ পেয়েছেন তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ডিন কমপ্লেক্স ভবনের বোর্ডে জোড় ও বেজোড় রোল নম্বরধারী যথাক্রমে তিন হাজার ৭০০ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd.com)-এ মেধা তালিকা দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে অনলাইনে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।

২৪ জানুয়ারি ই-ইউনিটের জোড় ও বেজোড় দুই শিফটে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এবার ই-ইউনিটে ৩০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী আবেদন করে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।