রাবি: সান্ধ্যকালীন কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে।
পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তরিকুল হাসান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪