খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথমবারের মত শুরু হয়েছে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা’১৪।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ভলিবল প্রতিযোগিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াচর্চার ক্ষেত্রে একটি নতুন সংযোজন। এ সময় ভবিষ্যতে আরও অন্যান্য ইভেন্ট আয়োজনের আশ্বাস দিয়ে তিনি নতুন কিছু ইভেন্ট চালুরও নির্দেশনা দেন।
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শরীফ হাসান লিমনের সভাপতিত্বে এ সময় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আগামী ১ ফেব্রুয়ারি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, ২ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৩ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪