বাকৃবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ হয়ে কামাল-রনজিত (কে আর) মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাকৃবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সমীরণ কুমার সাহা, বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বাতিল সহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪