ঢাকা: প্রতিবছরের মতো এবারো বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে পরিবেশগত ত্রিমাত্রিক চিত্র পরিবেশনা এনকাউন্টারস ৭ এর।
বিশ্ববিদ্যালয়ের আর্থক্লাবের উদ্যোগে এ ইভেন্টটি আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এ বছর এনকাউন্টারসের থিম হচ্ছে, ২০৫০ এর পৃথিবী।
প্রাকৃতিক সম্পদ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে পৃথিবী কি ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে এনকাউন্টারস ৭ সেগুলো প্রদর্শন করবে।
পাশাপাশি সুন্দর ভবিষ্যতের জন্য কি কি ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে তা উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানকে সফল করতে এনকাউন্টারসকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে নিউজরুম, উন্নত সভ্যতা, খরা, সম্পদ হ্রাস, গ্লোবাল ওয়ার্মিং, দূষিত এলাকা, টেকসই সম্প্রদায়, উপলব্ধি রুম, ছবির স্টল এবং তথ্যচিত্র।
বিশেষ এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
এনকাউন্টারস একটি থিমভিত্তিক ত্রিমাত্রিক গ্যালারি। যেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থক্লাবের সদস্যরা তাদের চারপাশের বিভিন্ন পরিবেশগত বিষয়গুলো তুলে ধরেন।
গত কয়েক বছরে আর্থক্লাবের সদস্যরা পরিবেশগত যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, আর্থক্লাব সেসব সমস্যার চিত্র এনকাউন্টারসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে।
এর পাশাপাশি আর্থক্লাব মানুষকে এসব সমস্যা সমাধানের উপায় ও পরিবেশগত বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪