বাকৃবি(ময়মনসিংহ): স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের ২০১৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে মো. রাসেল সরকার সভাপতি ও এস.এম. শামীউল আলম সৈকত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় পরিষদের সদস্য এস.চয়ন কুমার বর্মন বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রেজওয়ানুর রহমান অনিক, মঈনুল হাসান হিমেল, যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক টুম্পা রাণী সরকার, সহ-সাংগঠানক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ সানজিদা নাছরিন কনা, দফতর সম্পাদক শাকিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌতম কুমার নট্ট, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক- রিফ্ফাত আফরিন, কেন্দ্রীয় প্রতিনিধি মো. আবু সালেম আসিফ ও ফারজানা রহমান দিশা।
বার্ষিক সাধারণ সভায় ‘বাঁধন’ বাকৃবি জোনাল পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব হামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অলিপ কুমার পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা ড.মো. সুলতান উদ্দীন ভূঞা, প্রক্টর ড.মো. শহীদুর রহমান খান ও উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবুল খায়ের চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪