রংপুর: ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) রংপুর বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার ১ লাখ ১হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার বোর্ডের অধীনে রংপুর বিভাগের ২ হাজার ৪৫৫টি বিদ্যালয়ের ১ লাখ ১হাজার ৭৫৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৫২ হাজার ৮৯০ ছাত্র এবং ৪৮ হাজার ৮৬৩ জন ছাত্রী। গত বছর বোর্ডের অধীনে ৮ জেলায় ১ লাখ ২৪ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন,‘গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ’
এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষার খাতাসহ বিভিন্ন উপকরণ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ২০১টি ভিজিলেন্স টিম কাজ করবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪