শাবিপ্রবি: বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দেয় শাবিপ্রবি।
পরে শান্তির বাহন দু'টি পায়রা উড়ানো হয়। এরপর কেক কাটেন উপাচার্য আমিনুল হক ভূইঁয়া।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেছে মিউজিক্যাল ক্লাব রিম।
১৯৯১ সালের এ দিনে রসায়ন, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান বিভাগ নিয়ে যাত্রা শুরু করে সিলেটের এ বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এখানে ২৫টি বিভাগে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি১৩, ২০১৪