ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে রোববার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ওই দিন বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবেন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, তালিকা প্রকাশ উপলক্ষে ওই দিন বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পায়।
মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পায়। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন দেড়শ’ টাকা করে পায়।
রোববারের সংবাদ সম্মেলনে সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪