শাবিপ্রবি: বিশ্ব ভালোবাসা দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেম বিরোধী লুঙ্গি মিছিল করেছে ব্যাচেলর শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের করে।
এসময় শিক্ষার্থীরা লুঙ্গি-লুঙ্গি, সিঙ্গেল-সিঙ্গেল স্লোগান দেন। পরে তারা জিলাপি বিতরণ করেন।
আয়োজকদের এক সদস্য নওশাদ জিসান বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রেমের বিরোধী। ক্যাম্পাসে প্রেম করলে একটু শান্তি মতো বন্ধুদের সঙ্গে আড্ডাও মারা যায় না। প্রেমিকার সঙ্গে সময় কাটাতে হয় সারাটাদিন। ’
আয়োজকদের অন্যতম সদস্য শরিফ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি, যারা প্রেম করে তাদের বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত। কিন্তু যারা সিঙ্গেল তারা সানন্দে সব সময় সব জায়গায় থাকতে পারে। আর লুঙ্গি এমন বস্ত্র, যা সবসময় শান্তিতে রাখে পরিধায়ককে। যেকারণে আমরা লুঙ্গি মিছিল করেছি। '
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪