ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রলীগের তথ্য কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ ক্যাম্পাসে অস্থায়ী দোকানগুলো ঘুরে দেখেন এবং ছাত্রলীগের নামে কিংবা অন্য কেউ চাঁদা দাবি করতে এলে তাদের খবর দিতে বলেন।

এ বিষয়ে মাহমুদুর রহমান ও রাজিব আহমেদ বলেন, অস্থায়ী দোকানগুলো থেকে কেউ যেন চাঁদা নিতে না পারে সে জন্য আমরা প্রতিটি দোকানে ঘুরে ঘুরে বলে এসেছি। এরপরও কেউ চাঁদা দাবি করতে এলে কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের সহযোগীতার জন্য মেহের চত্বর সংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠে একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা সংক্রান্ত সহযোগিতা করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।