জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটের বিভাগ/ইনস্টিটিউটের লিখিত ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে ভর্তি পরীক্ষার উপস্থিতির হার কম বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা।
রোববার সকাল সাড়ে ৯টায় পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐ শিফটের পরীক্ষায় গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ভবনের ৩১১ নম্বর কক্ষে ৭১ জন পরীক্ষার মধ্যে ৩৭ জন, ৩২২ নম্বর কক্ষে ৬৫ জনের মধ্যে ৪২ জন, ২৩০ নম্বর কক্ষে ৮৯ জনের মধ্যে ৪৬জন, ১১৭ নম্বর কক্ষে ৭১ জনের মধ্যে ৬১ জন, গ্যালারিতে ১৩১ জনের মধ্যে ৭৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়া একই শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ২৪২ নম্বর কক্ষে ৪৮ জনের মধ্যে ২৭ জন, গ্যালারিতে ১২০ জনের মধ্যে ৭৯ জন পরীক্ষা দিয়েছেন।
সকাল ১০টায় বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ, প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী প্রমুখ।
অধ্যাপক এম এ মতিন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার কারণে উপস্থিতির হার একটু কম।
অন্যান্য বিভাগে উপস্থিতির হার বাড়তে পারে বলে ধারণা করছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
প্রথম দিন পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সকল বিভাগের পরীক্ষা ‘বিষয় ভিত্তিক’ হচ্ছে। পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুল প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
আসন বন্টন ও পরীক্ষার বিস্তারিত বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.juniv.edu/admission এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪