কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে এএসসি পরীক্ষাদের মধ্যে উত্তরপত্র সরবরাহের প্রস্তুতিকালে ইসলাম হোসেন নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তার হোসেন এ সাজার আদেশ দেন।
ইউএনও মোকতার হোসেন বাংলানিউজকে জানান, রোববার এসএসরি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে খলিসাকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম হোসেন প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের বাইরে বসে তার নিজ কোচিংয়ের শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র লেখাচ্ছিলেন। এসব উত্তরপত্র পরীক্ষার্থীদের মধ্যে সরবারহ করার প্রস্তুতির সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে প্রশ্ন ও উত্তরপত্রসহ হাতেনাতে আটক করা হয়।
পরে দুপুর ২টার দিকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৮ ও ৯ ধারা মোতাবেক তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশ পাওয়া ওই শিক্ষককে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪