শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতের মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে ছাত্র শিক্ষকের নিরাপত্তা চাই’, ‘প্রশাসনের মিথ্যাচারের জবাব চাই’, ‘ক্যাম্পাস বহিরাগতদের বাইক রেসের জন্য নয়’ সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করে।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশ থেকে প্রশাসনের দায়েরকৃত মামলায় ভুল তথ্য দেওয়ার সমালোচনা করা হয়। পরে চার দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে প্রক্টর হিমাদ্রী শেখর রায় বাংলানিউজকে বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ছিলাম, আছি।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এককিলো এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে বহিরাগত মোটরসাইকেল চালক খালেদুজ্জামান রিপন ও নাহিদ আহমেদ রেস করার সময় কেমিকেল ইঞ্জিনিয়ারিং পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রাকিব উদ্দিন ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক গুরুতর আহত হন।
এর প্রতিবাদে ওইদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। শনিবার মামলা হলে তারা প্রধান ফটকে তালা খুলে দেয় এবং অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪