ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউনিডোর পাঁচ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ইউনিডোর পাঁচ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

ঢাকা: বস্ত্র ও তৈরি পোশাক ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে পাঁচ মেধাবী বাংলাদেশি ছাত্রছাত্রী যুক্তরাজ্য হতে সম্প্রতি এই বিষয়ে তাদের মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করে। এই উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরায় তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিডো।



ইউনিডোর দীর্ঘকালীন উপদেষ্টা জন টি স্মিথ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে তানিয়া আক্তার, মোঃ কামরুল হাসান, এ টি এম ফয়েজ আহমেদ, এবং ফোরকান সরকার নৈশ ভোজে উপস্থিত ছিলেন। আরেকজন আবু নাসের মুহাম্মদ সাইফুল্লাহ দেশের বাইরে থাকায় অংশ নিতে পারেননি।

এই ৫জন ইউনিডো‘র ‘বেটার ওয়ার্ক ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস প্রজেক্টের অর্থায়নে, বস্ত্র ও তৈরি পোষাক খাতের মান উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই উচ্চশিক্ষা নেয়।

ইউনিডো’র এ কর্মসূচিতে অর্থায়ন করে-ইউরোপিয়ান ইউনিয়ন(ইউ), নোরাড(নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট করপোরেশন) এবং বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।