রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের আদিবাসী মানুষের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (HEQEP) অর্থায়নে পরিচালিত রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) গবেষকদের গবেষণার দক্ষতাবৃদ্ধি (ERC-IBS) কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তা ছিলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আবুল বারাকাত।
বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
আইবিএস পরিচালক প্রফেসর এম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের ERC-IBS প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর স্বরোচিষ সরকার।
আবুল বারাকাত তার বক্তৃতায় বলেন, উন্নয়নের যে কোনো মানদণ্ডেই এ দেশের আদিবাসী মানুষ নিরন্তর বঞ্চনা-বৈষম্যের শিকার। হরণ করা হয়েছে আদিবাসী মানুষের সাংবিধানিকসহ সব আর্থ-সামাজিক অধিকার।
বক্তৃতা শেষে প্রফেসর বারাকাত কিছু দর্শক-শ্রোতার প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪