ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসার ছাত্রী চৈতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স্টাফ কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ভিকারুননিসার ছাত্রী চৈতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী চৈতি রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।

ছোট বেলা থেকে চৈতির ইচ্ছা ছিল বিজ্ঞান বিভাগে পড়াশোনার, এক সময় চিকিৎসক হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে।

কিন্তু চৈতির সে স্বপ্ন মুকুলেই ঝরে গেছে।

বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ না পেয়ে সে ক্ষোভ, দুঃখ ও অভিমানে ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি চৈতি রায় চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যায়।

বাবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, মা শিপ্রা সরকার ও তার ছোট বোন অর্পিতা রায় এখনও চৈতির জন্য চোখের জলে বুক ভাসায়।

চৈতির আত্মার শান্তি কামনায় তার বাবা-মা ও ছোট বোন সবার কাছে আশির্বাদ চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।