খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এবার ৯৭৯টি আসনের বিপরীতে পরীক্ষার্থী চল্লিশ হাজার একশ’ ৩৮ জন।
ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূলকেন্দ্র ও শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে উপ-কেন্দ্র হিসেবে নির্ধারণ করে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুল এবং একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউট এবং ১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একইদিন দুপুর ৩টা থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে এবার রোল নং ০০০০১ থেকে ০৩৫৫০ পর্যন্ত, খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ উপকেন্দ্রে ০৩৫৫১ থেকে ০৫৭০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপকেন্দ্রে ০৫৭০১ থেকে ০৭৩০০ পর্যন্ত, আযম খান সরকারি কমার্স কলেজ উপকেন্দ্রে ০৭৩০১ থেকে ০৮৭০০ পর্যন্ত, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ উপকেন্দ্রে ০৮৭০১ থেকে ১০৫০০ পর্যন্ত এবং পাবলিক কলেজ উপকেন্দ্রে ১০৫০১ থেকে ১১৩০০ রোল পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ পাওয়া যাবে।
এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আর্চওয়ে স্থাপন ও পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার ব্যাপারে পুলিশের সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত গল্লামারী ব্রীজের পার্শ্বস্থ বটিয়াঘাটা সংযোগ সড়ক থেকে জিরো পয়েন্ট (গোলচত্বর) পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গাড়ি পার্কিংয়ের জন্য জিরো পয়েন্ট এবং এর আশপাশের এলাকা ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। এসময় বিকল্প পথ হিসেবে সোনাডাঙ্গা থেকে রূপসা সংযোগ সড়ক জিরো পয়েন্ট হয়ে যানবাহন চলাচল করবে।
ভর্তি সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে (সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও নিরাপত্তা সদস্যরা নিয়োজিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা ফেব্রুয়ারি ২৬, ২০১৪