ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেদখল হওয়া আজমল হোসেন হল দখল করতে হলের সামনের রাস্তায় ব্যানার লাগিয়ে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
এর আগে বেদখল হওয়া আজমল হোসেন হল দখল করতে বিক্ষোভ মিছিল নিয়ে বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাধাকে উপেক্ষা করে একদল শিক্ষার্থী আজমল হল দখল করতে ব্যানার নিয়ে হলের সামনে যায়। শিক্ষার্থীরা হলের সামনে গিয়ে প্রবেশ রাস্তা বন্ধ দেখতে পায়। পরে সেখানেই তারা ব্যানার লাগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসে শিক্ষার্থীদের সেই খবর দেয়।
খবর পেয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে চলে এসে ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রাখে। এদিকে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এলে স্থানীয় দখলদাররা ব্যানার খুলে ফেলে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তিব্বত হল দখল অভিযানের সময় একইস্থানে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়েছিল শিক্ষার্থীরা। পরে বাধা উপেক্ষো করে তিব্বত হলে অবস্থান নিলেও পুলিশি হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল।
এদিকে, ৮ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে ক্লাস-পরীক্ষা বর্জন করে রায়সাহেব বাজার মোড়ে অবরোধ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছে।
পুরান ঢাকার পাটুয়াটুলীর ১৬ ও ১৭ নম্বর রমাকান্ত নন্দী লেনে শহীদ আজমল হোসেন হলটি অবস্থিত। নব্বইয়ের দশকে হলটি বেদখল হয়ে গেলে পুলিশ সদস্যরা এর দখল নেয়। এছাড়া হলটির একাংশ স্থানীয় একটি সমিতি দখল করে নেয়।
১৯৯৬ সালে কিছু অংশ দখল করেন স্থানীয় মোশারফ হোসেন খান। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ‘বেগম রোকেয়া (শহীদ পরিবার)’ সাইনবোর্ড টানিয়ে জায়গাটি দখল করা হয়। বর্তমানে চারটি পক্ষ হলটির মালিকানা দাবি করছে।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্, ২০১৪