ঢাকা: ভাষার জন্য প্রাণ দেওয়ার নজির বিশ্বের কোথাও নেই। বাঙালিরাই প্রথম বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার সমুন্নত রেখেছেন।
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এ ‘গণমাধ্যমে বাংলা ভাষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মনসুর মুসা।
তিনি বলেন, যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারে সে জাতির পিছিয়ে থাকার কোনো আশঙ্কা নেই। আমাদের সবগুলো বড় অর্জন তরুণদের হাত ধরেই এসেছে। আগামীতে তরুণরাই এ জাতিকে এগিয়ে নেবে। তার জন্য তরুণদের মাতৃভাষায় শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান বলেন, বাংলা এখন বিশ্বের প্রধান ভাষাগুলোর একটি। গণমাধ্যমে প্রায়ই আমরা বিকৃত বাংলা ভাষা ব্যবহার দেখতে পাই। এটা ভাষার প্রতি অশ্রদ্ধা। সঠিক শিক্ষার অভাবেই এ ধরনের ঘটনা ঘটে। বিকৃত ভাষা ব্যবহারের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বিকৃত বাংলা ব্যবহার বন্ধে অবিলম্বে সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন ও সর্বত্র বাংলায় সাইনবোর্ড লেখার বিষয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এছাড়া শিক্ষার্থীরা ভাষার প্রতি সম্মান প্রদর্শনে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনার সুযোগ সৃষ্টি করতে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।
ইউডা’র সোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ড. আহমদউল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মুহম্মদ জাহাঙ্গীর ও বিভাগীয় সমন্বয়ক এম মাহবুব আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪