ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের ২২টি মহিলা মহাবিদ্যালয়ে বিনামূল্যে চার হাজার বই বিতরণ করেছে এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। এশিয়া ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ রাজধানীর বারিধারা অ্যাট্রিয়ার রেস্টুরেন্টে আব্দুল মোমেন লিমিটেডের সহায়তায় এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের ২২টি মহিলা মহাবিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে বিনামূল্যে চার হাজার বই তুলে দেওয়া হয়।
ইংরেজি, ব্যবসায় পরিচিতি, ব্যবস্থাপনা ও কম্পিউটার বিজ্ঞানসহ বিভিন্ন ধরনের বই বিতরণ করা হয়।
জ্ঞান ও তথ্যের মাধ্যমে নারীদের প্রগতির পথে ধাবিত করা এবং শিক্ষায় নারী পুরুষ বৈষম্য দূর করাই এই আয়োজনের মূল উদ্দেশ্যে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুর মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মাইনুদ্দীন মোনেম এবং বিশেষ অতিথি হিসেবে ৠাপোর্ট বাংলাদেশের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের বাংলাদেশে নারী শিক্ষায় বিভিন্ন প্রতিবন্ধকতার তুলে ধরেন। এছাড়াও এশিয়া ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ শামীম সিদ্দিকি, বুকস ফর এশিয়ার কো-অর্ডিনেটর শুকলা দেসহ দেশের বিভিন্ন অঞ্চলের মহিলা স্কুল ও কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪