ঢাকা: রাজধানীর অন্যতম প্রাচীন ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীরা ‘বিশ্ববিদ্যালয়ের দাবি মানতে হবে’, ‘আশ্বাস নয় ঘোষণা চাই’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের ভেতরে মিছিলও করে।
ঘটনাস্থল থেকে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত খান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। তাই এলাকার যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
রায়হান হোসেন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, এর আগে বিভিন্ন মহল থেকে ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের আশ্বাস দেওয়া হলেও কেউ আমাদের দাবি বাস্তবায়ন করেনি। এবার আমরা দাবি পূরণ করেই ঘরে ফিরবো।
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে পাবো বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪