ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
কুয়েটে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মত সেখানকার শিক্ষকদের দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত, জাতীয় উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই, আর একটি জাতিকে শিক্ষিত করতে হলে প্রয়োজন একজন ভালো শিক্ষকের। একজন ভালো শিক্ষক অনেক শিক্ষকের জন্ম দিতে পারে। তাই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় শিক্ষকের নৈতিক পেশাদারিত্ব, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকের সম্পর্ক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, বিশ্ববিদ্যালয় আইন, বিধান, প্রবিধান ও সংবিধি, ছুটির বিধান, উচ্চ শিক্ষা ছুটি, পোষ্ট ডক্টরাল ছুটি, স্যাবাটিক্যাল লিভ ও লিয়েন, পাঠদান পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষণ, নিরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স, সিআরটিএস-এর বিধিমালা এবং গবেষণা প্রকল্প ও বিশ্ববিদ্যালয়ের অবসর বিধি  বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ গ্রহণ করেন কুয়েটের পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল (তওই) অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আলী মোল্লা, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কেরামত আলী মোল্লা, তওই কৌশল বিভাগের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. নাসিম আহমেদ, প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দিন, প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল কুমার রায়।

প্রশিক্ষণে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েটের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, ডেপুটি রেজিস্ট্রার জি এম শহীদুল আলম ও সহকারী রেজিস্ট্রার আব্দুল মালেক মৃধা
প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা মার্চ  ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।