ঢাকা: চাকরি জাতীয়করণ দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মো. বাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহাসচিব জসিম উদ্দিন, সহ-সভাপতি জামাল উদ্দিন, একেএম আব্দুল কাদের, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল আমিন, নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, মহাসচিব আব্দুল হান্নান, ইসলামী শিক্ষক সমিতির সভাপতি হারুনর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও বেসরকারী শিক্ষকদের চাকরি জাতীয়করণ না হওয়া শিক্ষকরা চরম হতাশায় ভুগছেন। এ সরকারের আমলে বহু মানুষের ভাগ্য বদল হলেও শিক্ষকদের কপালে নতুন ভাজ পড়া ছাড়া কিছুই জোটেনি।
মানববন্ধনে অবিলম্বে নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তকরণ, বেতন ভাতা মাসের ৫ তারিখের মধ্যে প্রদান, গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া, ও দ্রব্যমূল্যের উর্ধগতি বিবেচনা করে বেতন ভাতা বৃদ্ধির জন্য প্রস্তাবিত পে স্কেলে বেসরকারী শিক্ষকদের অন্তর্ভুক্তি দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪