খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক/(স্নাতক সম্মান) প্রথম বর্ষে বিভিন্ন স্কুল ও ইনস্টিটিউটে ভর্তির কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেবলমাত্র বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের মেধা তালিকায় ভর্তি চলে।
সে অনুযায়ী এই স্কুলে ১৬৬টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে সিএসই, ইসিই ডিসিপ্লিনে ৮০টি আসনের মধ্যে ৬৪ জন ভর্তি হয়েছে। এখানে আসন শূন্য রয়েছে ১৬টি। স্থাপত্য ডিসিপ্লিনের ৩৭টি আসনের মধ্যে ৩১ জন ভর্তি হয়েছে অর্থাৎ আসন শূন্য হয়েছে ৬টি।
ইউআরপিসহ ৫টি ডিসিপ্লিনের ২০৯টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬৫ জন। এখানে আসন শূন্য রয়েছে ১৪৪টি। এ স্কুলে প্রথম অপেক্ষমান তালিকায় রিপোর্টের তারিখ ২৩ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ভর্তি ২৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।
জীব বিজ্ঞান স্কুলের মেধা তালিকায় ভর্তি আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ও অপেক্ষমান তালিকায় রিপোর্টের তারিখ ৩০ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং ভর্তি ৩১ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের মেধা তালিকায় ভর্তি আগামী ১৯ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত ও অপেক্ষমান তালিকার রিপোটিং ২৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং ভর্তি বেলা ২টা পর্যন্ত।
কলা ও মানবিক স্কুলের মেধা তালিকায় ভর্তি আগামী ২৭
মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ও ১ম অপেক্ষমান তালিকায় রিপোর্টের ও ভর্তির তারিখ ৩০ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিবন্ধন এবং নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি দুপুর সাড়ে ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত।
সামাজিক বিজ্ঞান স্কুলের মেধা তালিকায় ভর্তি আগামী ১৮ মার্চ. তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ২৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং নিবন্ধনকৃত প্রার্থীদের ভর্তি সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ২ টা পর্যন্ত।
অপরদিকে চারুকলা ইনস্টিটিউটের মেধা তালিকায় ভর্তি আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত এবং প্রথম অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ২৭ মার্চ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও একইদিন ভর্তি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এ সময়সূচি অনুযায়ী ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম চারুকলা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে সম্পন্ন হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না থাকলে পরবর্তীতে কোন প্রার্থীর ভর্তি ব্যাপারে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪