ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গ্রিন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গ্রিন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

ঢাকা: বেসরকারি গ্রিন ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব:) কেএম সফিল্লাহ (বীর উত্তম)।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ।

সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো শহীদ উল্লাহ ও রেজিস্ট্রার লে. কর্নেল মো: আলী আম্বিয়াল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমকে নাজমুল হকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।