ঢাকা: নর্থসাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়ারলেস নেটওয়ার্ক টেক ফিসটা (Tech fiesta) বা মেলা।
সোমবার দুপুরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আমিন সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. আ ন ম মুশকায়েত উদ্দিন।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুনীল কান্তি বোস বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগের আমাদের পিছিয়ে থাকলে হবে না। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
সরকার তরুণ প্রজন্মকে আরও প্রযুক্তিবান্ধব করে তুলতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তত বলেও জানান তিনি।
বিশেষ অতিথি ড. আমিন সরকার বলেন, নর্থসাউথ ইউনিভার্সিটি তথ্য-প্রযুক্তির সমন্বয়ে আধুনিক ও মান সম্পন্ন শিক্ষা দিতে সব সময় তৎপর। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।
তিনি বলেন, এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে যতটুকু দক্ষ করে গড়ে তুলতে হয় তার জন্য সবটুকু করতে চেষ্টা করে নর্থসাউথ ইউনিভার্সিটি।
দু’দিন ব্যাপী এ মেলায় ইন্টারনেট ব্রাউজার মজিলা, গেমিং কনটেস্ট, টেক ফেয়ারসহ বিভিন্ন ইভেন্ডের আয়োজন করা হয়েছে।
নর্থসাউথের তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স বিভাগ এ মেলার আয়োজন করেছে।
আয়োজকরা জানায়, মেলার মূল উদ্দেশ্য হলো আগামী দিনে তথ্য-প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করে পৌঁছানো এবং এর উন্নয়ন ঘটানো।
বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪