ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসআইএমটি’র স্কিলস কম্পিটিশন ২৯ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
এসআইএমটি’র স্কিলস কম্পিটিশন ২৯ মার্চ

ঢাকা: দেশব্যাপী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস্ কম্পিটিশন- ২০১৪ এর অংশ হিসেবে সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (এসআইএমটিতে) এ কম্পিটিশন ২৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।

এদিন রাজধানীর মিরপুর ৬ নং সেকশনের মুকুল ফৌজ মাঠে (৬নং বাজার সংলগ্ন) সকাল ১০টায় শুরু হবে এ প্রতিযোগিতা।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এতে সাইক গ্রুপ অব ইন্সটিটিউশনের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া, সেক্রেটারি সোহেলী ইয়াছমিনসহ কারিগরি বোর্ড, স্কিলস কম্পিটিশন আয়োজক স্টেপ প্রকল্পের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এদিন সরকারের স্কিলস অ্যান্ড ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট(স্টেপ) কর্তৃক নির্বাচিত ৯৩টি সরকারি-বেসরকারি পলিটেকনিকের অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার প্রথম পর্ব সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসআইএমটির পরিচালক সোহেলী ইয়াছমিন বাংলানিউজকে জানান, কারিগরি শিক্ষার গুনগত মানোন্নয়নে ও জনপ্রিয়তা বৃদ্ধিতে এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে। দেশ, সময় ও বর্তমান বাজারের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে উদ্ভাবনী কার্যক্রম ও সৃজনশীলতার ভিত্তিতে সেরা প্রতিযোগী নির্বাচন করা হবে।

এসআইএমটির শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ও সৃজনশীল চিন্তার প্রদশর্নী প্রতিযোগিতা দেখে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

এসআইএমটি অন্যতম স্বনামখ্যাত প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউট। ইন্সটিটিউটটি সরকারের স্টেপ প্রকল্পের অধীনে পরিচালিত হয়ে আসছে। বেসরকারি পর্যায়ে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির জন্য ২০০২ সালে এটি মিরপুরে প্রতিষ্ঠা করা হয়। এরই ধারাবাহিকতায় এটি এখন গ্রুপ অব ইন্সটিটিউশনে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।