ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
ইস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা

শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে কাজে লাগাতে উদ্যোক্তা মেলার আয়োজন করেছে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ মেলা মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হবে।

মেলার উদ্বোধন করবেন অটবির চেয়ারম্যান অনিমেষ কুণ্ডু।
 
বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী মেলায় ১৫ টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এতে বিভিন্ন পণ্য এবং সেবার প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

দিনশেষে মেলার সমাপ্তি ঘোষণা করবেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং এডকম লিমিটেডের চেয়ারম্যান গিতিআরা সাফিয়া চৌধুরী।

এছাড়া অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্যোক্তা ইইউ’র বিসনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।