ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি বিশ্ববিদ্যালয় হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
কারিগরি বিশ্ববিদ্যালয় হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মমুখী শিক্ষার গুরুত্বারোপ করে সরকার কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।



রোববার রাজধানীর  মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা মাঠে ‘কর্মমুখী শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বেসরকারি শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট (এসআইটিসি)-এর ৩৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার সময় দেশের কারিগরি শিক্ষা ছিলো সবচাইতে অবহেলিত। তখন শতকরা একজনেরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষা লাভ করতো। মহাজোট সরকার কারিগরি শিক্ষারগুরুত্বারোপ করে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার কারণে গত ৫ বছরে কারিগরি শিক্ষা বড়েছে ৭ গুণ।

তিনি আরও বলেন, অনেক অভিভাবকই সন্তানকে পলিটেকনিকে দিতে চান না। কারণ তাদের ধারণা পলিটেকনিক শিক্ষায় বড় ডিগ্রি অর্জন হবে না। তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী হাস্যরস করে বলেন, সাধারণ শিক্ষায় বিয়ের বাজারে কদর বাড়লেও চাকরির বাজারে চাকরি পাবে না।

৫ বছরে কারিগরি শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এনে দিয়েছে। এখন বিপুল সংখ্যক শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিতে ভর্তি হচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই। উন্নত দেশগুলো কারিগরি শিক্ষার কারণেই এগিয়ে যাচ্ছে।

কারিগরি পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাসিক ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। সরকার গত ৫ বছরে ২৯১ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর বাইরে বেসরকারিভাবে প্রায় ৭ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ৪টি মহিলা পলিটেকনিক করেছি। আরো ২ টা প্রক্রিয়াধীন রয়েছে।

ডুয়েট এ শুধুমাত্র পলিটেকনিক শিক্ষার্থীরাই চাকরি করার সুযোগ পাবেন বলেও জানান মন্ত্রী।

এসআইটিসি’র  অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া।

আলোচনা অনুষ্ঠান শেষে ৩০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।