ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে আবারো ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
বাকৃবিতে আবারো ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা দাবি না মানলে বিশ্ববিদ্যালয় অচল ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।



সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবন ঘেরাও করা হবে। বুধবার সকাল ১০টায় তাদের আল্টিমেটাম শেষ হবে। ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ‍দাবি মেনে না নিলে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলমান রাস্তাঘাট বন্ধসহ বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।

সাদ হত্যার ঘটনায় ছয় ছাত্রকে বহিষ্কার করা হলেও শিক্ষার্থীদের দাবি, হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করে মামলা করা, আজীবন বহিষ্কার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।