ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে আন্দোলন অব্যাহত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
বাকৃবিতে আন্দোলন অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মা‍ৎস্যবিজ্ঞান অনুষদের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার বিচারের দাবিতে রোববারও আন্দোলন অব্যাহত রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে একত্রিত হয় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।



পরে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন অনুষদ ঘুরে আসে।

এদিকে, ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দেওয়া থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এ খবর পেয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ওই সব ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনে।

এসময় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের কর্মসূচি আজকের মত শেষ। সোমবারও সব ক্লাস বর্জন থাকবে।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে শিক্ষার্থীরা আবারও জমায়েত হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।