ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার বিচার দাবি করে ক্লাস-পরীক্ষা বহাল রাখতে প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানিয়েছে অনুষদীয় ছাত্র সমিতি।

রোববার দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের সঙ্গে সাক্ষাত করে এই দাবি জানান অনুষদীয় ছাত্র সমিতির নেতারা।


 
৫ দফা দাবিগুলো হলো, সোমবার থেকে সব শিক্ষককে ক্লাসে যেতে হবে ও ক্লাসে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকলে শতভাগ অনুপস্থিত লিখতে হবে, মঙ্গলবার থেকে ক্লাস টেস্ট পরীক্ষা শুরু করতে হবে, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আগামী রোববারের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে হবে, চলমান আন্দোলনের পেছনে উস্কানিদাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম জয় বলেন, রোববার সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং ছাত্র সমিতির ৫ দফা দাবির প্রেক্ষিতে ডিন কাউন্সিলের সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকেই সার্বিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
এদিকে, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ওই হলের অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, অধ্যাপক ড. মো. আকতার হোসনে চৌধুরী রানা, অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, অধ্যাপক মহিউদ্দিন আহমদ, বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু, সহ-সভাপতি বিজয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পরে শহীদ নাজমুল আহসান হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।