ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চলতি বছরে রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৬, ২০১৪
চলতি বছরে রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি

রাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে এ অঞ্চলে উচ্চ শিক্ষার পথ নতুন করে উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল।

 

প্রথম পর্যায়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে রাঙামাটি মেডিকেল কলেজে। প্রাথমিকভাবে রাঙামাটি সদর হাসপাতালের করোনারি ইউনিটে মেডিকেল কলেজে কার্যক্রম চলবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারি সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা হিসেবে ভর্তির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা মেডিকেল কলেজে শিক্ষার্থীর ভর্তির অনুমোদন দেওয়ায়কে ‘ভালো উদ্যোগ’ উল্লেখ করে বলেন, এর ফলে এ এলাকার পড়ালেখার মান আরো উন্নত হবে। ছেলেমেয়েরা চিকিৎসা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করতে পারবে। সর্বোপরি এ এলাকার চিকিৎসা সেবা উন্নত হবে।

রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সৈকত রঞ্জন চৌধুরী শিক্ষার্থী ভর্তির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষক ও জনবল নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া দরকার।

রাঙামাটি জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা বলেন, রাঙামাটির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলে তারপর মেডিকেল কলেজ স্থাপন করা ভালো হতো।

রাঙামাটি ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, এটা রাঙামাটিবাসীর জন্য সুসংবাদ। স্থানীয়দের যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

রাঙামাটি  প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে জানান, এটা এই এলাকার জন্য একটি ভালো সংবাদ। এখানকার চিকিৎসা সেবারও উন্নয়ন ঘটবে। তাই দ্রুত শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।