রবিশাল: এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ঘোষিত ফলাফলের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারো শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ।
এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
দ্বিতীয় স্থান অর্জনকারী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৫৮ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জিলা স্কুলের ৩৪১ পরীক্ষার্থী সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন।
চতুর্থ স্থান লাভকারী পটুয়াখালীর দুমকির শ্রীজনী বিদ্যানিকেতনের ৪৭ জন পরীক্ষার্থীর ৪৭ জনই পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
পঞ্চম স্থানে থাকা ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৬৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন।
ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে ২১৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন।
এছাড়া সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে, বরগুনার পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল স্কুল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীর জুবিলী হাইস্কুল, পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ১৭, ২০১৪