ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার ইংরেজিতে ৯৮.৬০ ভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৪
এবার ইংরেজিতে ৯৮.৬০ ভাগ পাস ছবি: ফাইল ফটো

ঢাকা: এবার এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল বিশ্লষণ করে দেখা যায় শিক্ষার্থীরা পাসের হারে রেকর্ড করেছে ইংরজি বিষয়ে। এ বিষয়ে পাসের হার ৯৮.৬০ শতাংশ।



এছাড়া বিভাগওয়ারী হিসেবে বিজ্ঞানে পাসের হার ৯৬ শতাংশ, মানবিকে ৮৯ দশমিক ২৯ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪ দশমিক ০৬ শতাংশ।

বিজ্ঞানের মধ্যে রসায়নের ৯৫ দশমিক ৫০, পদার্থতে ৯৪ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া গণিতে ৯২ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.৯৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.৪০ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২.১৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬.৩৪ শতাংশ।

এছাড়া কারিগরী বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ।

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৯২টি।

শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্ত করেন।

এবছর এসএসসি, দাখিল ও কারিগরী বোর্ডে ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩৩১ জন।

৬ লাখ ৭৯ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৯১.৮৪ শতাংশ।

এছাড়া ৬ লাখ ৩৬ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯০.৮১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।