ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২২, ২০১৪
যবিপ্রবিতে ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সমিতির এক সভায় ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে মত দেন শিক্ষকরা।


 
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. এএম স্বরাজ ও সাধারণ সম্পাদক আলম হোসেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারকে লিখিতভাবে ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান জানিয়েছেন। তারা লিখিতভাবে এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কমনা করেন। লিখিত আবেদনের নিচে ৫৩ জন শিক্ষকের স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।