ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচালক ও প্রক্টর পদে পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচালক ও প্রক্টর পদে পরিবর্তন

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) এবং প্রক্টর পদে পরিবর্তন করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। তাঁকে বেসিক সায়েন্স এন্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড. স্নেহাংশু শেখর চন্দের স্থলাভিষিক্ত করা হয়েছে।

অন্যদিকে প্রক্টরের দায়িত্ব নিয়েছেন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর মিটু চৌধুরী। তিনি একুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. তরিকুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন নিয়োগ প্রাপ্তরা পরবর্তী ২ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ২৫মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।