ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে পুলিশি বাধায় ছাত্রমৈত্রীর কাউন্সিল পণ্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ২৮, ২০১৪
রাবিতে পুলিশি বাধায় ছাত্রমৈত্রীর কাউন্সিল পণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর কাউন্সিল পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রমৈত্রীর কাউন্সিল হওয়ার কথা ছিল।

কিন্তু সকাল থেকেই সেখানে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়। ১১টার দিকে নেতাকর্মীরা কাউন্সিলস্থলে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

রাবি ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন বাংলানিউজকে বলেন, আমরা বেশ কয়েকদিন ধরেই কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছি। বিশ্ববিদ্যায় প্রক্টরকে আমরা লিখিতভাবে অবহিত করেছি। তখন কাউন্সিল ঘরোয়াভাবে করা যায় কিনা সেটা ভেবে দেখতে বলা হয় আমাদের।

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে আমাদের জানানো হয় বাইরে কাউন্সিল করতে দেওয়া হবে না। কিন্তু সব প্রস্তুতি শেষ হওয়ায় আমরা নির্ধারিত স্থানেই কাউন্সিল করার সিদ্ধান্ত নেই। সকালে পুলিশ কাউন্সিল করতে বাধা দেয়।



এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কাম্পাসে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় প্রক্টরের নির্দেশনায় আমরা এখানে অবস্থান নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, কাউন্সিলে বাধা দেওয়ার প্রতিবাদে সোয়া ১১টার দিকে আমতলায় সংবাদ সম্মেলন করে বিপ্লবী ছাত্রমৈত্রী।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল কবীর প্রশাসনের স্বৈরাচারী ভূমিকার নিন্দা জানিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কাফেটরিয়ায় কাউন্সিল করা হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।