কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কেক কেটে আনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রক্টর মো. আইনুল হক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
কেক কাটার পূর্বে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর বর্তমান এ আয়োজন ক্ষুদ্র পরিসরে। কিছুদিন পরে বড় করে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।
কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী কোটবাড়ীতে ২০০৬ সালের ২৮ মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৫০ একর জায়গার উপর প্রতিষ্ঠত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের ২৮ মে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
২০০৬-০৭ শিক্ষাবর্ষে সাতটি বিভাগে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে ১৭টি বিভাগে ৪ হাজার ১৮৬ জন শিক্ষার্থী রয়েছে। কর্মরত শিক্ষকের সংখ্যা ১৩৬ জন। কর্মকর্তা-কর্মচারী রয়েছে প্রায় ১৫০ জন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪